Bn.openoffice.org
Monday
2
October
2023
13:29 UTC
مرحباً بكم في
|
bn.OpenOffice.org এর উইকিতে আপনাকে স্বাগতম
এই উইকি OpenOffice.org সংক্ষেপে (OOo) এর সাথে সংশ্লিষ্ট সকল প্রকল্পের জন্য। যেহেতু প্রয়াসটি একেবারে নতুন, তাই প্রধানত ডেভেলপারদের জন্য বিভিন্ন প্রকার রিসোর্স কেন্দ্রিক থাকবে। যখন অন্যান্য প্রকল্প এই উইকিতে যুক্ত হবে, সেগুলোও এখানে তালিকা করা হবে। নিম্নের যেকোন লিঙ্ক ক্লিক করে পছন্দানুযায়ী পাতায় যেতে পারেন।
- ডেভেলপমেন্ট (নিচে দেখুন)
- মার্কেটিং
- NLC ন্যাটিভ-ল্যাঙ্গুয়েজ কনফেডারেশন
- সাধারণ ব্যবহারকারীদের জন্য
OpenOffice.org উইকিতে অবদান রাখার জন্য আমাদের সাথে যোগদান করুন। দয়া করে আপনার OOo লগ-ইন নামটিই উইকি একাউন্টের লগ-ইন নাম হিসাবে ব্যবহার করুন। স্প্যাম থেকে পরিত্রান পাবার জন্য উইকি সম্পাদনার সুযোগসুবিধা কিছুটা সীমিত করা হয়েছে। আপনি লগ-ইন করলে অবশ্য, সবধরণের কার্যক্ষমতাই ব্যবহার করতে পাবেন। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনার ই-মেইল ঠিকানাটি বৈধ হতে হবে। এতে করে আমরা পরবর্তিতে, আপনি আপনার লগ-ইন নাম ভুলে গেলে আপনাকে, আপনার কৃতিত্ব সহকারে লগ-ইন করতে সহায়তা করতে পারব।
উইকি সম্পাদনা আরম্ভ করতে দেখুন Help:Editing.
OOo ডেভেলপমেন্ট শুরু করতে হলে
Get Started from Scratch
আপনার প্রধানত যা প্রয়োজন হবে:
নির্দেশনা পেতে প্রত্যেক ধাপে
ক্লিক করুন!
বিল্ডিং বা তৈরী and হ্যাকিং on OpenOffice.org (OOo) entails climbing a fairly lengthy and steep incline. Hopefully, this wiki will make the learning curve less steep and less abrupt, and will give you a walking stick to help you out.
Much of our documentation assumes that you'll be using a reasonably current Linux system, as this the most easy environment to start. On Linux all prerequisites are available as Free software. There is also some information on developing on Windows.
For help setting up your editor or environment to search/edit/compile OOo easily, please refer to the developer tools area.
It should also be noted that you can build either the plain 'up-stream' OOo or use an ooo-build release which adds some patches & fixes. The ooo-build process is destined to being gradually phased out as the various up-stream issues it solves go away.
In the same way, learning UNO components development is not an easy task. To help you there is an Eclipse plugin and a tutorial to use it. You can install the Eclipse plugin by using the following update site: http://cedric.bosdonnat.free.fr/ooeclipseintegration. The tutorial on how to create a UNO component in Java is available in the api project docs & files sections. The document will even be wikified on this page: Java Tutorial using Eclipse
আরও জানতে হলে
- IRC তে বিভিন্ন দলের সাথে সাক্ষাত করুন
- Tutorials - কোড এর সাথে খেলবার জন্য, হ্যাকার টিউটোরিয়াল
- Debugging - যখন সব কিছু গোলমাল
- Tinderbox - আপনার নতুন চাইল্ড ওয়ার্কশপ পরীক্ষা করুন এবং আপনার বিল্ড লগফাইল অন্যান্যদের প্রদর্শন করুন
- Environment Variables - রানটাইমের জন্য প্রয়োজনীয় এনভায়রনমেন্টাল ভেরিয়েবলের একটি বর্ণনা
- সোর্স ডাইরেক্টরীর একটি বর্ণনা
- Contributing Patches - যখন আপনাকে কিছু ফোল্ড-ব্যাক করতে হবে
- Commit Rights - কমিট রাইট কিভাবে করতে হবে তার একটি ওভারভিউ এবং আপনি একবার যখন তা পাবেন, সেগুলো দিয়ে আপনি কি করবেন
- Tips - বিবিধ, হিন্টস & টিপস।
- FAQ - জিজ্ঞেস করা হয় না এমন কিছু প্রশ্ন
- OOo SDK এর সাথে C++ ব্যবহার
হট টপিক
- এডুকেশন প্রজেক্ট
- টু ডু লিস্ট
- Performance
- Native Mac OS X port অথবা ওপেনঅফিস সংশ্লিষ্ট সব কিছু এবং Mac OS X
- CVS এর বদলে SVN ব্যবহার করুন
- SVG ইমপোর্ট
- প্রডাক্ট রিলিজ ডাটা
- জাভা সমন্ধীয় ফাংশনালিটি
- সকর্কতা-ফ্রী কোড এবং সঠিক C++
- OOo ঘেোষনার সিন্ডিকেশন
- OOo এর সাথে কিভাবে একক কাজ করা যায়, তার বিস্তারিত বিবরণ
- 64বিট পোর্টিং
- MS Office VBA এর সাথে সখ্যতা
- Digital Signatures
- বিবলিওগ্রাফিক প্রকল্প ডেভেলপার এবং ডকুমেন্টেশন পাতাসমূহ
- QA মেট্রিকস্।
- OO.o বিল্ড প্রক্রিয়াকে পৃথিবীর সবচেয়ে মজাদার ব্যাপার বানান
- চার্ট ২ : নতুন চার্ট বাস্তবায়ন
- Firefox ODFReader extension
- Compiler versions used by port maintainers and release engineers
- Revise OOo Multi-Threading.
- উইকির Uno
- উইকির Framework
- SummerOfCode2006 এবং OpenOffice.org_Developer_Article_Contest
- ডাটাবেস ড্রাইভারের জন্য উন্নত ও সহজ ইনফ্রাস্টাকচার
- Architecture - OOo সফটওয়ার স্থাপত্যের বর্ণনা।
সাধারণ ব্যবহারকারীদের জন্য সহায়তা
- ওপেনঅফিস.অর্গ হেল্প আউটলাইন
- ওপেনঅফিস.অর্গ ব্যবহার করার জন্য যেসব সমূহ সমস্যা তার ফ্রী এবং কমার্শিয়াল সমাধান
- ওপেনঅফিস.অর্গ এর উপর বিভিন্ন সংবাদ
- ওপেন ডকুমেন্ট সমর্থন করে, এমন অ্যাপলিকেশন এর তালিকা উইকিপিডিায় থেথেকে
- ওয়েসিস এবং ওপেন ডকুমেন্ট
- অফিস স্যুট এর বিভিন্ন কম্পোনেন্ট: রাইটার, ক্যাল্ক, ইমপ্রেস, বেজ, ম্যাথ, ড্র.
- অফিসের অতিরিক্ত ফ্রী জিনিস: ডায়াগ্রাম এবং চার্ট।
|
Monday, 2023-10-2 T 13:29 UTC এই সময়ে, আপনি পেজটি লোড করেছেন। |
সাইটটি বর্তমানে পরীক্ষামুলক অবস্থায় রয়েছে... ধন্যবাদ!