Bn.openoffice.org/Education Project/Welcome bn

From Apache OpenOffice Wiki
Jump to: navigation, search
The printable version is no longer supported and may have rendering errors. Please update your browser bookmarks and please use the default browser print function instead.

এটি হল আমাদের প্রজেক্ট লোগো

LaMouette-Degree mini.jpg

Author : Ben Bois ( ben at hooboo dot com )


এডুকেশন / Education প্রজেক্টটি কি ?

OpenOffice.org এ সকল বস্তু একটি প্রজেক্ট, আর সব ওয়েবসাইট এই নিয়মানুসারে http://$(project).openoffice.org eg. http://education.openoffice.org

বর্তমানে এটি একটি ইনকিউবেটর / incubator প্রজেক্ট। এর অর্থ এই যে এই প্রজেক্টটি সবেমাত্র শুরু হয়েছে এবং প্রজেক্ট হিসাবে চিহ্নিত হওয়ার আগে অনেক কার্য করতে হবে।

...আপনদের সাহায্য আমাদের প্রয়োজন।

আমাদের উদ্দেশ্য

৩-টি বাক্যে

  - শিক্ষার প্রেক্ষাপটে OpenOffice.org এর ব্যবহারকারিদের একটি আলোচনার মাধ্যম, যেখানে সমস্তরকম শিক্ষাব্যবস্থা, শিক্ষাপ্রণালি ইত্যাদি নিয়ে আলোচনা করা সম্ভব
  - OpenOffice.org ব্যবহার করে শিক্ষাপ্রদানের উপযোগ্য নানা রকম প্রোগ্রাম বা টুল নিয়ে পর্যালোচনা
  - OpenOffice.org এর জন্য কোড লেখা ও যৌথ ভাবে শেখা কি করে OpenOffice.org প্রজেক্টে যোগদান করা যায়

আমাদের পোষণকারী

(কেউ করতে ইচ্ছা প্রকাশ করছেন ? :) )

আমাদের অংশীদার হল নন্ প্রফিট সংস্থা

আপনি যদি কোন স্কুল বা বিদ্যালয়ের সাথে যুক্ত থাকেন আর আমাদের সাহায্য করতে ইচ্ছুক হন, তাহলে এই তালিকায় নিজের নাম যোগ করে নিন:

University of Technology of Belfort Montebeliard : http://www.utbm.fr

আমাদের সাহায্য করতে আপনি কি করতে পারেন ?

আপনার কোন পরামর্শ আছে অথবা আপনি কিছু প্রস্তাব রাখতে চান ? তাহলে দেরী না করে নীচের তালিকা থেকে দেখে নিন কোনটা আপনার প্রয়োজন

যোগদান করুন

ছাত্র, অধ্যাপক, ডেভেলপার (C++, Objective-C, C, Python), স্বেচ্ছাসেবক আপনারা সকলে আমাদের সাহায্য করতে পারেন আর এই প্রজেক্ট সকলকে স্বাগত জানায়।

আমাদের সাথে আপনি একজোট হয় শিখতে পারবেন

  - OpenOffice.org এর সোর্স কোডের বিন্যাস যাতে আপনার প্রযুক্তিতে সুবিধা হবে
  - OpenOffice.org এ কোন টুল ব্যবহার করা হয়
  - আপনার ওপারেটিং সিস্টেমের জন্য OpenOffice.org কি করে বিল্ড করতে হবে
  - OpenOffice.org এ কোন নতুন বৈশিষ্ট কি করে যোগ করা হয়
  - OpenOffice.org এ QA কি করে করা হয়
  - কোন মডিউল যেটাতে আপনি কাজ করতে ইচ্ছুক
  - extension কি করে তৈরী করা যায়
  - OpenOffice.org ব্যবহার করে ছাত্রদের জন্য উপযুক্ত অ্যাপ্লিকেশন কি করে বেছে নেওয়া যায়

আমরা OpenOffice.org কে কেন্দ্র করে কোর্স প্রস্তুতিতে ইচ্ছুক তাই সকল পরামর্শ আমাদের সাহায্য করবে।

  FIXME ( work in progress )
  

শিক্ষা ও OpenOffice.org বিষয়ক টুল

আমরা OpenOffice.org ব্যবহার করে টুল তৈরী করে থাকি যেগুলি আপনার অধ্যাপনা-বিদ্যায় জুড়ে দেওয়া সম্ভব।

আপনার বিশেষ জ্ঞান আমাদের সাহায্য করবে

আপনি কি OpenOffice.org আপনার অধ্যাপনা-বিদ্যায় ব্যবহার করছেন ? তাহলে আমাদের জানান:

-আপনি কোন বিদ্যালয়ের সাথে যুক্ত এবং আপনি কি ভাবে OpenOffice.org কে কাজে লাগিয়েছেন

কোথা থেকে শুরু করবেন ?

প্রজেক্টের সাথে যুক্ত হন।

http://education.openoffice.org এ একটি লগ-ইন তৈরী করে নিন, ডান দিকে এর জন্য লিংক রাখা আছে, লগ-ইন করা অত্যাবশক। আপনার বেছে নেওয়া পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন সাবস্ক্রিপশনের পত্রটি গ্রহণ করার পরে। লগ-ইন করে Membership এ ক্লিক করে প্রজেক্টে membership/role এর আবেদন জানান এবং Submit Request এ ক্লিক করে অপেক্ষা করুন Project Lead আপনার আবেদন গ্রহণ করার জন্য।

মেলিং লিস্ট / Mailing List

dev@education.openoffice.org অথবা http://education.openoffice.org/servlets/ProjectMailingListList

ওয়েব / Web

প্রজেক্ট ওয়েবসাইট : http://education.openoffice.org

উইকি / Wiki

http://wiki.services.openoffice.org/wiki/Education_Project

IRC

আমাদের IRC চ্যানেল irc://irc.freenode.net/#education.openoffice.org

সাপ্তাহিক IRC মিটিং

আমরা প্রতি সপ্তাহতে IRC তে মিটিং করে থাকি এবং মিটিং লগ সকলের জন্য এইখানে রাখা হয়: http://wiki.services.openoffice.org/wiki/Previous_Education_Meetings_logs [4]


আমাদের IRC মিটিং এ যোগ করতে হলে এইটি পড়ে নিন: http://wiki.services.openoffice.org/wiki/Education_IRC_meetings [5]

সংযোজক (সারসংক্ষপ )

প্রধান ওয়েবসাইট : http://education.openoffice.org [1]

উইকি : http://wiki.services.openoffice.org/wiki/Education_Project [2]

মেইলিং লিস্ট : http://education.openoffice.org/servlets/ProjectMailingListList [3]

পূর্বে ঘটা IRC মিটিং লগ : http://wiki.services.openoffice.org/wiki/Previous_Education_Meetings_logs [4]

Education IRC মিটিং : http://wiki.services.openoffice.org/wiki/Education_IRC_meetings [5]

University of Technology of Belfort Montbeliard : http://www.utbm.fr [6]

Incubator প্রজেক্ট : http://projects.openoffice.org/incubator.html [7]

EDUCATION Team

Click Here to know who we are, and more

Personal tools