Bn.openoffice.org
|
Wednesday
26
November
2025
07:51 UTC
مرحباً بكم في
|
bn.OpenOffice.org এর উইকিতে আপনাকে স্বাগতম
এই উইকি OpenOffice.org সংক্ষেপে (OOo) এর সাথে সংশ্লিষ্ট সকল প্রকল্পের জন্য। যেহেতু প্রয়াসটি একেবারে নতুন, তাই প্রধানত ডেভেলপারদের জন্য বিভিন্ন প্রকার রিসোর্স কেন্দ্রিক থাকবে। যখন অন্যান্য প্রকল্প এই উইকিতে যুক্ত হবে, সেগুলোও এখানে তালিকা করা হবে। নিম্নের যেকোন লিঙ্ক ক্লিক করে পছন্দানুযায়ী পাতায় যেতে পারেন।
- ডেভেলপমেন্ট (নিচে দেখুন)
- মার্কেটিং
- NLC ন্যাটিভ-ল্যাঙ্গুয়েজ কনফেডারেশন
- সাধারণ ব্যবহারকারীদের জন্য
OpenOffice.org উইকিতে অবদান রাখার জন্য আমাদের সাথে যোগদান করুন। দয়া করে আপনার OOo লগ-ইন নামটিই উইকি একাউন্টের লগ-ইন নাম হিসাবে ব্যবহার করুন। স্প্যাম থেকে পরিত্রান পাবার জন্য উইকি সম্পাদনার সুযোগসুবিধা কিছুটা সীমিত করা হয়েছে। আপনি লগ-ইন করলে অবশ্য, সবধরণের কার্যক্ষমতাই ব্যবহার করতে পাবেন। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনার ই-মেইল ঠিকানাটি বৈধ হতে হবে। এতে করে আমরা পরবর্তিতে, আপনি আপনার লগ-ইন নাম ভুলে গেলে আপনাকে, আপনার কৃতিত্ব সহকারে লগ-ইন করতে সহায়তা করতে পারব।
উইকি সম্পাদনা আরম্ভ করতে দেখুন Help:Editing.